শাহ মুহাম্মদ রুবেল, কক্সবাজার: কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে আট হাজার আট শত পিছ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৬ লক্ষ চল্লিশ হাজার টাকা। ৭ ডিসেম্বর (শনিবার) ১ টার দিকে মেরিন ড্রাইভ সড়কর রেজুখাল বিজিবি চেকপোস্টে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হল- নুরুল বাশারের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২০) এবং মোঃ সাইফুল ইসলামের স্ত্রী রুবি আক্তার (২৬)। উভয় পাচারকারী পালংখালী (বাদিতলী) এলাকার।বিজিবির সহকারী পরিচালক মোঃ ইয়ার হোসেন জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু উপজেলার ৯নং খুনিয়াপালং ইউপি’র রেজুখাল যৌথ চেকপোষ্টে উখিয়া হতে কক্সবাজারগামী যাত্রীবাহি সিএনজি তলাা শীকালীন শপিং ব্যাগ তলাশী করে ব্যাগের মধ্যে বাচ্চাদের পেম্পাসের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উপরোক্ত পাচারকারীদের ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ইয়াবা পাচারের সাথে আর একজন মহিলা জনৈক পালংখালী ফাঁড়ীর বিলএলাকার রশিদ আহমেদের স্ত্রী মোছাঃ জয়নব বেগম (২৮) জড়িত আছে। বর্ণিত মহিলার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। ইয়াবাসহ সকল আসামীদেরকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।