নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ১ কেজি গাঁজাসহ হাসান আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিমানবন্দর রেলওয়ে পুলিশ।
গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের নেতৃত্বাধীন সংগীয় ফোর্স সহ প্রতিদিনের মত স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১ কেজি গাঁজাসহ হাসান আলীকে আটক করেন।
এ বিষয়ে খোজ নিয়ে জানা যায়, শনিবার দুপুর দেড়টায় বিমানবন্দর স্টেশনে ট্রেন থেকে এক যাত্রী নামার পর তার গতিবিধি সন্দেহ জনক মনে হলে স্টেশনে কর্তব্যরত পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম সংগীয় ফোর্সসহ ঔ যাত্রীর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজির ১ টি গাঁজার পেকেট উদ্ধার করেন।
আসামির পিতা, আমিন উল্ল্যা। সর্ব ঠিকানা হবিগঞ্জ,সিলেট। এ বিষয়ে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনু্ল ইসলামের সাথে মুঠোফোনে কথা বললে সাংবাদিকে জানায়,আসামির বিরুদ্ধে রেলওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।