সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের নয়াগাঁও দুই দল গ্রাম বাসীর মধ্যে রক্ত ক্ষয়ী সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আদি পত্র বিস্তার কে কেন্দ্র করে প্রায় সময় এলাকায় এই ধরনের দূর্ঘটনার ঘটেছে বলে জানিয়েছেন এলাকা বাসী।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী ২০২১) সন্ধ্যা পর দুই দলের মাঝে বড় ধরনের মারামারির ঘটনা ঘটে।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের কয়েকটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সম্পূর্ণভাবে পুলিশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলে জানা যায়। বর্তমানে পুরো এলাকায় পুলিশ বাহিনীর হাতে পরিস্থিতি সম্পূর্ণভাবে রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
সংঘষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়কটি বাড়ী ঘর ভাংচুর করার কথা জানিয়েছেন গ্রাম বাসী।লুটপাটের হয়েছে বলে খবর পাওয়া যায়। ইতি পূর্বে একই গ্রামে সংঘটিত ঘটনায় নিহত হওয়ার নজিরবিহীন ঘটনাও ঘটেছে।
আজকের মারামারি ঘটনায় আহত সংখ্যারও খবর পাওয়া গেছে। আহত দেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। সংঘর্ষের সময় নারী-পুরুষ উভয় পক্ষই আহত হয়েছেন এবং কয়েকজন মুমূর্ষু অবস্থায় রয়েছেন বলে দাবি আহতদের আত্মীয় স্বজনদের।