সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আবু বকর সিদ্দিকের পিতা আবুল হাসেম ব্রেণ স্টোকে আক্রান্ত হলে ঢাকা ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।
পরবর্তীতে তার অবস্থার উন্নতী না হলে তাকে নারায়ণগঞ্জ তিন’শ শয্যা হাসপাতারে লাইফ সাপোর্টে রাখা হলে ২ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে সেখানে তার মৃত্যু হয়।
(ইন্নালিল্লাহি ………রাজিউল)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এসময় তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ বহু আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
পরে রাত ১০.৩০মিঃ সোনারগাঁ রয়েল রিসোর্ট পার্কে নামাজে জানাযা শেষে সোনারগাঁও পৌরসভার চেঙ্গাভিটা কবরস্তানে দাফন করা হবে।