ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁ: নব-গঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যদের সোনারগাঁয়ে সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ তৈয়মুর আলম খন্দকার বলেন, সরকার বাংলাদেশের নির্বাচনকে একটি সার্কাস খেলায় পরিনত করেছে।
ভোটের সময় দলীয় নেতা, ব্যালট পেপার, ভোটের বাক্স ও পুলিশ হলেই রাতে বেলা ভোটের কাজ শেষ হয়ে যায়। সব জায়গায় শুধু আওয়ামীলীগের প্রার্থীরাই নির্বাচিত হয়। ভোট ডাকাতির নির্বাচনে নৌকা ছাড়া আর কোন প্রার্থী নির্বাচিত হতে পারেনা। এ দেশের সাধারণ মানুষের ভোটের অধীকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন কারাবরন করেছেন। দেশটা অরাজকতায় ভরে গেছে।
ফরিদপুরে আওয়ামীলীগের এক নেতার বাড়ি থেকে শত শত কোটি কোটি টাকা পাওয়া গেছে অথচ দেশের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া মাত্র দুই কোটি টাকার মিথ্যা জালিয়াতির মামলার কারনে দীর্ঘ দিন জেল খাটতে হয়েছে।
আজ বুধবার, (২৭ জানুয়ারী ২০২১) বিকেলে সোনারগাঁয়ের মেঘনা শিল্পা ল এলাকায় সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের আয়োজনে জেলা বিএনপির নব-গঠিত আহবায়ক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ তৈয়মুর আলম খন্দকার এ কথা বলেন।
সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।
বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহিদ হাসান রোজেল, শাহ আলম মুকুল, নজরুল ইসলাম টিটু, রিয়াজ আহাম্মেদ চৌধুরী, মনিরুল ইসলাম রবি, আব্দুল হাই রাজু, লুৎফর রহমান আব্দু, মোশারফ হোসেন, হাবিবুর রহমান হাবু, এম এ হালিম জুয়েল, আল মুজাহিদ মল্লিক, রহিমা চৌধুরী মায়া, সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুম, বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর চেয়ারম্যান, সোনারগাঁও পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি এ্যাডঃ তৈয়মুর আলম তার বক্তব্যে আরো বলেন, এ দেশের প্রতিটা এমপি তাদের নিজেদের বাহিনী তৈরী করে বেবী স্ট্রেন্ড, ফুটপাত থেকে শুরু করে সব জায়গায় চাঁদাবাজী করছে।
সাধারণ মানুষের অধীকার ফিরিয়ে আনতে আন্দোলনের কোন বিকল্প নেই। বিএপির সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের নেত্রীত্বে এ দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে মানুষের সেই অধীকার আবার ফিরিয়ে আনা হবে।