সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ানের মির্ধাকান্দি গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায়। একই পরিবারের ৫জনের পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের সাধন দাও উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকম্প্লক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। অভিযোগকারী হাজী কামরুল হাছান জানান, একই গ্রামের মোতালেব, মাজহারুল, মোশারফ, মাসুদ, রাসেল, মাহফুজসহ আরো বেশ কয়েকজনের সহযোগিতায় সুজন, শাকিল, রাজু ও হৃদয় মাদক সেবন ও বেচাকেনা করত। কামরুল হাছানের ছেলে রুদ্র তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। ভাঙচুর ও লুটপাট করে। অভিযুক্তদের ধারালো ছুরির আঘাতে রুদ্রসহ ৫ জন মারাত্নক জখম হন। এ বিষেয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে এলাকা বাসী সূত্রে জানা গেছে। সুজন, রাজু, পরান একাধিক মামলা আসামি চলমান রয়েছে। সোনারগাঁও থানার ওসি তদন্ত শরীফ আহমেদ বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।