সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পদ যাত্রায় সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে সোনারগাঁ পৌরসভার চত্বরের সামনে এ হামলার শিকার হয় কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা। সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক সাজুর নেতৃত্বে এ হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠে। এ হামলার কেউ হতাহতের ঘটনা না ঘটলেও বেশ কয়েকজনকে লাঞ্ছিত করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়া হায়দার ডিপটি। নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়া হায়দার ডিপটি জানান, সারা দেশে ১৭ দফা দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পদযাত্রা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ কমিউনিস্ট পার্টির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে উদ্ধবগঞ্জ থেকে হামছাদী পর্যন্ত আমাদের পদযাত্রা চলে। সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন, সাধারণ সম্পাদক সাজু ও যুবলীগ নেতা রনির নেতৃত্বে ১০-১২জনের একটি দল হামছাদী এলাকায় আমাদের পদযাত্রা গতিরোধ করে গালিগালাজ করে আমাদের ব্যবহৃত মাইক কেড়ে নেয়। পরবর্তীতে আমরা চলে আসার সময় পৌরসভার গোল চত্বর এলাকায় দ্বিতীয় দফায় আমাদের ব্যানার কেড়ে নিয়ে মারধর করতে থাকে। এক পর্যায়ে আমাদের ব্যানারে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদের সহযোগিতা না করে আমাদের কাছ থেকে ছাত্রলীগের কেড়ে নেওয়া মাইক গাড়িসহ আটক করে নিয়ে আসে। অভিযুক্ত সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কমিউনিস্ট পার্টির নেতাকর্মী মাইকের মাধ্যমে সরকার বিরোধী দিতে থাকে। তাছাড়া বিভিন্ন উষ্কানীমূলক দেয়। তাই তাদের কাছ থেকে মাইক নিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশের তথ্যমতে কমিউনিস্ট পার্টির লোকজন সরকার বিরোধী দেওয়ার কারনে ছাত্রলীগের লোকজন মাইক পুলিশের কাছে তুলে দিয়েছে। তবে কমিউনিস্ট পার্টি যদি অভিযোগ দেয় যাচাই বাছাই করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।