সোনারগাঁ(নারায়নগঞ্জ)প্রতিনিধি: পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীণ মাতৃত্ব রোধ করি’এ প্রতিপাদ্যেকে সামনে রেখে পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে সোনারগাঁয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার থেকে সেবা ও প্রচার সপ্তাহ শুরু হয়েছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদে ৬দিন ব্যাপী সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, সহকারি পরিবার কল্যান কর্মকর্তা (এমসিএইচএফপি) শাহিনা আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক জসিম উদ্দিন, এস এম জাকারিয়া, শাহজালাল, ইমরান আহমেদ, সেলিম মিয়া, শাহিন কবির, মেহেদি হাসান, কবির হোসেন মৃধা, আব্দুর রহিম, মাহবুবা আক্তার, ফাহিমা আক্তার ও আফরোজা আক্তার প্রমূখ। পরিবার পরিকল্পনা প্রচার ও সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলার কাঁচপুরে বিশেষ সেবা ক্যাম্প পরিচালনা করেন মেডিকেল অফিসার(এমসিএইচএফপি) ডা. আব্দুর রব। সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জনগণকে প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়া, সেবা নিতে উদ্বুদ্ধ করা এবং প্রতিটি কর্মীকে সেবা দিতে আরো উৎসাহিত করার জন্য সেবা ও প্রচার সপ্তাহ উৎযাপন করে থাকি। এ ছাড়া সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্যের ওপর ভিত্তিকরে মাঠপর্যায়ে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।