সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজারে অবস্থিত আল-মোস্তফা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউরো মেরিন শিপ বিল্ডার্স নামের একটি জাহাজ নিমার্ণ প্রতিষ্ঠানে বৈদ্যুৎতিক শর্ট সার্কিটে মো: বুলবুল খান (৩৮) নামে এক জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০১৯) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। নিহত বুলবুল খান, সাফা এন্টারপ্রাইজ নামক একটি জাহাজ নির্মাণ কাজের ম্যানাজার পদে কাজ করতেন। নিহত বুলবুল খানের বাড়ি উপজেলার সনমান্দি গ্রামের মৃত আঃ রশিদ খানের ছেলে। সাফা এন্টারপ্রাইজের মালিক মাসুদ রানা জাগো সোনারগাঁও কে জানায়, প্রতিদিনের ন্যায় আজও বাল্কহেড নির্মাণ কাজের পরিচালনার জন্য আমার ম্যানাজার বুলবুল খান সেখানে উপস্থিত হন। বিদ্যুৎ লাইন সংযোগ না থাকার কারনে কাজে ব্যঘাত হয়। পরে তিনি ইউরো মেরিন শিপ বিল্ডার্স এর লাইনম্যানকে এ ব্যাপারে জানান। লাইনম্যান বুলবুলের কাছ থেকে লাইন ঠিক করার জন্য ১০০০ টাকা দাবি করেন। বুলবুল লাইনম্যানকে টাকা না দিয়ে মেইনলাইন বন্ধ করতে বলে তার নির্মানাধীন বাল্ক হেডের সামনে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরপরই ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে বুলবুল মাটিতে পড়ে যায়। বাদল নামের এক কর্মচারী দেখতে পেয়ে তাৎক্ষণিক মেইনলাইন বন্ধ করার জন্য বিদ্যুৎসাব ষ্টেশন রুমে গেলে সেখানে লাইনম্যানকে পাওয়া যায়নি। পরে আমি ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পৌছাই। সেখান থেকে বুলবুলকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। সাফা এন্টারপ্রাইজ নামের একটি বল্কহেড এর মালিক মোঃ মাসুদ রানা তার একাটি বল্কহেড নিমার্ণের জন্য মাসিক ৬০,০০০ হাজার টাকা ও বিদ্যুৎ বিল বাবদ মাসিক ৫০,০০০ টাকা দিয়ে ইউরো মেরিন শিপ বিল্ডার্স শিপইয়ার্ডের সাথে চুক্তিবদ্ধ হন। সরেজমিনে গিয়ে দেখা যায় যে, জাহাজ নিমার্ণ করার জন্য যে নিরাপত্তা, সঠিক বিদ্যুৎব্যবস্থা ও প্রশস্ত জায়গা থাকার কথা তা নেই। অনেকগুলো জাহাজ ও বাল্কহেড একত্রে নিমার্ণ করার ফলে যত্রতত্র বৈদ্যুতিক তার মাটিতে পড়ে আছে এবং বৈদ্যুতিক তার গুলো বিভিন্ন জাহাজের সাথে লেগে আছে এতে করে যেকোন কারণে তারগুলো লিকেজ হলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এ নিয়ে অনেক শ্রমিক ক্ষোপ প্রকাশ করেন। ভবিষ্যতে এর চেয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে তারা মনে করেন।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, এ ব্যাপারে থানায় এখনো কোন মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।