নিজস্ব প্রতিবেদকঃ সোনারগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে আবারো গাজী মুজিবুর রহমানকে সমর্থন দিয়েছেন সাবেক এমপি আবদুল্লাহ আল-কায়সার হাসনাত। এর আগে ২০১১ সালে পৌরসভা নির্বাচনে গাজী মুজিবুর রহমানকে সমর্থন দিয়েছিলেন সাবেক এমপি কায়সার হাসনাত। (১১ সেপ্টেম্বর ২০২০) শুক্রবার বিকেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিপুরদী এলাকায় রাজধানী রেস্টুরেন্টে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষনা দেন তিনি। উপজেলা যুবলীগের সাবেক সফল সভাপতি ও বিগত ২০১১ সালের পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র সাদেকুর রহমানের সাথে তীব্র প্রতিদ্বন্দিতা করে কিছু ভোটের ব্যবধানে হেরে যায় গাজী মুজিবুর রহমান। আগামী নির্বাচনে আবারো মেয়র পদে নির্বাচন করার ঘোষনা দিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দাবী করেন তিনি। সভায় বক্তব্য দেন, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরমান মেরাজ, শ্রমিক লীগের কাচঁপুর শিল্পাঞ্চলের সভাপতি আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, মজিদ তালুকদার, পৌরসভার সাবেক কাউন্সিলর আমির হোসেন ও লায়ন মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়জুল হাসান বাবু, ক্রীড়া সম্পাদক রেজওয়ানুল হক টিটু, যুবলীগ নেতা শাহীন আলম স্বাধীন প্রমূখ। গাজী মুজিবুর রহমান তার বক্তব্যে বলেন, আমি ২০১১ সালের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে অল্প ভোটে হেরে ছিলাম ২০১৫ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ার কারনে নির্বাচন করতে পারিনি। আগামী নির্বাচনে আশা করি দল আমার সাংগঠনিক কাজকে মূল্যায়ন করে মনোনয়ন দেবে। দলীয় মনোনয়ন পেলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নির্বাচন করবো।