নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন সোনারাগাঁও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছে। ৩০ অক্টোবর বিকাল ৪ টায় উপজেলা অডিটোরিয়াম থেকে তার গণসংযোগ শুরু হয়। এ সময় উদ্ধবগঞ্জ বাজার ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নাসরিন সুলতানা ঝরা তার নির্বাচনী গণসংযোগ চালায়। হাজী শহিদুল্লাহ মার্কেটের সামনে তিনি এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, আমি ছোট বেলা থেকেই আওয়ামীলীগের রাজনীতে জড়িত। আমার বাবা ছিলেন একজন খাঁটি আওয়ামীলীগ নেতা। আমি রাজ পথে অনেক সংগ্রাম করেছি। দীর্ঘ ২৭ বছর রাজনীতির ফসল আমি পাবো ইনশাল্লাহ। আমি যেন নৌকা প্রতীক পাই তার জন্য আপনারা দোয়া করবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার আস্থা আছে। আমি নৌকা প্রতীক পেয়ে বিজয়ী হলে আপনাদের নিয়ে আমি সোনারগাঁও পৌরসভার বিভিন্ন রাস্তা-ঘাট,পৌর পার্ক, পৌর খেলার মাঠ,যেখানে যা প্রয়োজন হয় তা আমি করে দিব। গনসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও পৌরসভার যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আরও উপস্থিত ছিলেন, অপু সারোয়ার সিনিয়র সহ-সভাপতি সোনারগাঁও পৌর যুবলীগ, সিঙ্গাপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর যু্বলীগ সদস্য হারুন জয়, মোঃ আবেদ ,সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ সভাপতি মোঃ উজ্জ্বল মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ, মোঃ আব্দুর রউফ, ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি, মারুফ হাসান শ্যামল ৯ন নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক, মোঃ আমিনুল ইসলাম, ৮নং ওয়ার্ড পৌর যুবলীগ সভাপতি, মজিবুর রহমান, সাধারণ সম্পাদক , ৭নং ওয়ার্ড পৌর যুবলীগ, মোঃ মুজিবুর রহমান , তোফায়েল আহাম্মেদ গাজী পৌর আওয়ামীলীগ নেতা,মোঃ আমির হোসেন পৌরযুবলীগ নেতা, আল-আমিন আওয়ামীলীগ নেতা।