নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের সিংড়ার বিএনপি প্রার্থীর পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনিত ধানের শীষের প্রতীকের প্রার্থী তাইজুল ইসলাম। ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া, প্রকাশ্যে সিল মারা, প্রশাসনের অসহযোগিতার অভিযোগ এনে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
শনিবার ভোট চলাকালীন সময়ে দুপুর একটার দিকে এই ভোট বর্জনের ঘোষণা দেয়া হয়। দুপুর একটার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি সমর্থিত প্রার্থী তাইজুল ইসলাম জানান, নির্বাচনের কোনো পরিবেশ নেই।
ধানের শীষের প্রার্থীদের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে প্রকাশ্যে নৌকায় সিল দেয়া, বি এন পির ধানের শীষের প্রতীকের এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া এবং প্রশাসন চরমভাবে সহযোগিতা করেছে বলে জানান তিনি।