ইমদাদুল হক, প্রতিবেদক: ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৩ হাজার ৭’শ পিস ইয়াবাসহ মাদক মামলায় পালিয়ে থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। বুধবার (২০ নভেম্বর) ভোর রাতে সাভারের আড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিল্লাল হোসেন ওরফে হেলাল উদ্দিন (২৪) কক্সবাজার জেলার উখিয়া থানার তুলাতলী ৭ নং ওয়ার্ডের পূর্ব দরগার বিল এর মোঃ আবুল কালাম এর ছেলে। সে সাভার বক্তারপুর এলাকার একেএম জসিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। এব্যাপারে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, পৌর এলাকার বক্তারপুরে একেএম জসীম উদ্দিনের মালিকানাধীন ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া বিল্লালের কক্ষে কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একত্রিত হয়েছে। পরে উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার হায়দার ও হাসানুজ্জামানসহ ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক মামলার পলাতক আসামি হেলালকে গ্রেপ্তার করা গেলেও বাকীরা পালিয়ে যায়। পরে হেলালের কক্ষ তল্লাশি করে তোষকের নিচে লুকানো ৩ হাজার ৭’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যাবসায়ী হেলাল বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে সাভারের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো। মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সাভার মডেল থানায় বুঝিয়ে দেয়া হয়েছে।