সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জে সাটুরিয়ার উপজেলার হাজিপুর এলাকায় অবৈধ ভাবে কৃষি জমিততে দুটি ইট ভাটা ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। অবৈধভাবে ইটভাটা চালানোর কারণে বিবি ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সাটুরিয়া উপজেলার হাজিপুর ও ব্রাহা গ্রামে কৃষকের কৃষি আবাদী জমির উপর গড়ে ওঠা ওই দুটি ইটভাটা।
ওই দুটি ইটভাটার কারণে কৃষক চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। ব্রিকসের মালিকদের কৃষকরা অবগত করলে তারা উল্টো কৃষকদের হয়রানি করে থাকে। পরিবশে অধিদপ্তরে এ বিষয়ে অভিযোগ হলে মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাদেকুর রহমান সবুজ অভিযান পরিচালনা করে বিবি ব্রিকস ও খান ব্রিকস গুড়িয়ে দেন।
বিবি ব্রিকসের মালিক মোঃ সাজাহান সিরাজকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। খান ব্রিকসের মালিককে না পাওয়ায় তার ইটভাটাসহ বিবি ব্রিকস ধ্বংস করে দেয় ফায়ার সার্ভিস।
মানিকগঞ্জের পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদেকুর রহমান সবুজ বলেন, বিবি ব্রিকস ও খান ব্রিকসের পরিবেশ ছারপত্র না থাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
র্যাব ৪ এর কোম্পানি কমান্ডার উনু মং চাকমা ও মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুর আলম ও ফায়ার সার্ভিসের লিডার মোঃ আনোয়ার হোসেন অভিযানে উপস্থিত ছিলেন।