মোঃ রিপন মিয়া, রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আবু মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ( ৬ নভেম্বর) দিবাগত রাতে ইছাখালী ব্রিজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান। তিনি জানান, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার রিমান্ড আবেদন করা হবে। আসামিকে শনিবার নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ছাত্রদল নেতাসহ বিএনপি নেতা কর্মীদের নামে হয়রানীমূলক মামলা ও আবু মাসুমকে গ্রেফতারের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবী করছেন। উপজেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদ বলেন, আবু মাসুম সম্প্রতি ছাত্রদল থেকে বিদায় নিয়ে যুবদলে প্রবেশ করেছেন। তার রাজনৈতিক মামলা ছাড়া কোন মামলা নেই। বর্তমান সরকার তাদের স্বৈরাচারী মত প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র ধ্বংস করার জন্য প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যে অভিযোগ দিয়ে মামলা দিচ্ছে। ছাত্রদল ঘরে বসে থাকবে না। আবু মাসুমসহ সকলের মুক্তি না দেওয়া পর্যন্ত আইনি লড়াই ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।