আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে উকিল মিয়া (২৫) নামে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২.৩০ মিনিটের দিকে সীমান্ত পিলার ১০৯২ সংলগ্ন জিরো পয়েন্টের মারাংপাড়া ব্রীজে এ ঘটনা ঘটে। নিহত উকিল মিয়া সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল গ্রামের বঙ্গ সুরুজ মিয়ার ছেলে। জানা যায়, মেঘাদল গ্রামের বঙ্গ সুরজ মিয়ার ছেলে উকিল মিয়া সংঘবদ্ধ ভারতীয় গরু চোরা কারবারিদের সাথে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ভারতীয় সীমান্ত ফোর্স (বিএসএফ) গুলি ছোরলে উকিল মিয়ার বুকে গুলিবিদ্ধ হয়। পরে চোরাকারবারি দলের অন্যান্য সদস্যরা তাকে পানবাড়ি এলাকায় এনে ফেলে রেখে পালিয়ে যায়। কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আব্দুল হাই সংবাদ মাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার গণমাধ্যমকে জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।