শেরপুর প্রতিনিধি: সত্যের পথে অবিরাম যাত্রা এই শ্লোগানকে সামনে রেখে, শেরপুরে জয়যাত্রা টেলিভিশনের অফিস উদ্বোধন ও আলোচনা সভার মধ্য দিয়ে কেক কেটে ১ম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। জয়যাত্রা টেলিভিশনের শেরপুরের জেলা প্রতিনিধি আলমগীর কবিরের পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এম,পি মহোদয় (মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ) উদ্ধোধকঃ ছিলেন জয়যাত্রা টেলিভিশন ও জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন, (সিআইপি) সিস্টার হেলেনা জাহাঙ্গীর, কাজী আশরাফুল আজীম, শেরপুর পুলিশ সুপার ,উপজেলা নির্বাহী অফিসার, সাবিহা জামান শাপলা। সঞ্চালনায় বক্তব্য রাখেন জি, এম, শাজাহান জয়যাত্রা ফাউন্ডেশন, জয়যাত্রা টেলিভিশন ত্রিশাল প্রতিনিধি একে, এম, আসাদুজ্জামান পাইলট সহ বিভিন্ন মিডায়া সাংবাদিক বৃন্ধ।