রিপন মিয়া, রূপগঞ্জ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাব সদস্য ও সাংবাদিক পরিবারের মাঝে জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরন করা হয়েছে। শনিবার দিন ব্যাপি উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান স্ব উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ স্মার্ট কার্ড বিতরন করেন। এর উদ্বোধন করেন লাইফ এইড হাসপাতালের চেয়ারম্যান নাসরিন আলীম। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম। এ সময় প্রেসক্লাবে কর্মরত কর্মকর্তা,সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ভোটার আইডি বা স্মার্ট কার্ড গ্রহণ করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সরকারের ডিজিটাল উন্নয়নের একটি অংশ স্মার্ট কার্ড। এ কার্ডের ফলে সরকারীসহ নানাবিধ গুরুত্বপুর্ণ কাজে সুফল ভোগ করবে জনগণ। তাই যত দ্রুত সম্ভব এসব কার্ড পাবেন প্রতিজন ভোটার। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম বলেন, আধুনিকতার ছোঁয়া আজ সবখানে। স্মার্ট কার্ড তারই একটি। সর্বসাধারনের নাগরিক নিরাপত্তায় এ কার্ড গুরুত্ব বহন করবে।