রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ রূপসীতে। যমুনা ব্যাংকে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় ১ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৩ টার দিকে ওই ডাকাত সদস্যকে আটক করা হয়। পুলিশ জানায়,আটককৃত কাউছার কুমিল্লা জেলার। তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।আসামিকে নারায়ণগঞ্জ কোর্টে চালান দেয়া হয়েছে