রিপন মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারি চালিত অটো রিক্স ছিনতাই করে মালিক অটোচালক মজরউদ্দিন (৪৫) কে হত্যা করেছে ছিনতাইকারীর দল। আর হত্যার পর মরদেহটি পূর্বাচলের ২ নং সেক্টরের ১নং প্লটের পরশি এলাকার সবজি বাগান ভেতরে লুকিয়ে রাখে। এ ঘটনায় গত ১২ তারিখ রবিবার মজরউদ্দিন লাশ উদ্ধারের পর তার ভাই মহিউদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা করে। আর সে মামলার সূত্র ধরেই দারোগা নাজিম উদ্দিন বিশেষ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হত্যার উৎঘাটন ও আসামীদের গ্রেফতার করে। এই বিষয়ে রূপগঞ্জ থানার ওসি মাহমুদ হাসান বলেন,মালিক কে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে যায় আসামীরা। পরে রূপগঞ্জ থানা পুলিশ নিহত মজরউদ্দিনের লাশ উদ্ধার করেলে তার ভাই বাদী হয়ে থানায় মামলা করলে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যার সাথে জড়িতদের গত ৩ ফেব্রুয়ারী রোজ সোমবার আসামীদের গ্রেফতার করে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক এস আই নাজিম উদ্দীন ও তার সঙ্গীত ফোর্স পরে হত্যাকান্ডের দায় স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দেয় গ্রেফতারকৃতরা। তাদের দেয়া তথ্যের ছিনতাই হওয়া অটো গাড়িতে ও উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্ত করে আরো কোন বিষয় থাকলে তা উৎঘাটন করা হবে। গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার মৃত অয়নব আলীর ছেলে তারা মিয়া (৩৫), পটুয়াখালী জেলার কাকড়াবুনিয়া থানার সুলতান হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার (২৭), ঝালকাঠি জেলার সদর থানার রামচন্দ্রপুর এলাকার মৃত মুন্সুর আলীর ছেলে মিলন মিয়া (৩৫)। সোমবার গভীর রাতে রাজধানী ঢাকার বেরাইত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।