রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পশি মৌজা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। এতে বাঁধা দেয়ায় জমি মালিকদের কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ০৮ নভেম্বর রবিবার সকালে উপজেলার গোয়ালপাড়া এলাকায়। হামলার শিকার হওয়া গোয়ালপাড়া এলাকার আকবর আলীর ছেলে রাসেল আহমেদ জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের পশি মৌজার আর এস ৭৯৪ ও ৭৯৫ নং দাগে মোট ৮৬ শতাংশ থেকে ২৫ শতক জমিতে তার ভাই সোহাগ আহমেদ ক্রয়সূত্রে মালিক হয়ে জমাভাগ নামজারী করিয়ে ভোগ দখলে রয়েছেন। কিন্তু স্থানীয় একটি জালিয়াত চক্র ভুয়া দাতা দিয়ে দলিল সৃজন করে ওই জমি তাদের বলে দাবী করে আসছিলো। এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালতে দেওয়ানী নং ১৫০/২০২০ ক্রমিকে মামলা চলমান। একই মামলায় বিজ্ঞ আদালতের দেয়া আদেশ ১৪৪ ধারা জারী রয়েছে ওই জমিতে। কিন্তু ৮ নভেম্বর রবিবার সকালে আদালদের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ কেয়ারিয়া এলাকার মৃত তমিজদ্দিনের ছেলে হরমুজ আলী, ফজলু, মোহাম্মদ আলী, হরমুজ আলীর ছেলে হামিদুল , শরীফ, সুুরুজউদ্দিনের ছেলে নাইম, অকুল উদ্দিনের ছেলে সামসুসহ অজ্ঞাত লোকজন জোরপূর্বক ওই বিরোধপূর্ণ জমিতে দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করে সাইনবোর্ড দেয়ার চেষ্টা করে। এতে মৌখিকভাবে বাঁধা দিলে ওই প্রতিপক্ষের লোকজন হামলা করে। এ সময় তাদের হাতে থাকা রামদা ও রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রাসেল আহমেদকে আহত করে। তার চিৎকার শুনে ঘটনাস্থলে রাসেলকে উদ্ধারের জন্য এলে পিতা আকবর আলী ও ভাগনে হাসান মাহমুদ শাওনকেও পিটিয়ে আহত করে তারা। পরে গ্রামবাসি এগিয়ে এলে হামলাকারীরা দ্রæত পালিয়ে যায়। আতহতরা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় রাসেল আহমেদ বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। এদিকে অভিযুক্ত হরমুজ আলী বলেন, জমি নিয়ে আদালতে মামলা আছে তাতে কি, মামলা কবে শেষ হবে তা ঠিক নাই, তাই জমি আমাদের দখলে নিতে সব কিছু করবো। এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে জড়িতদের সম্পৃক্ততার প্রমাণ পেলে দ্রæত আইনের আঁওতায় আনা হবে।