রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠি রাজাপুরে সদর ইউনিয়নের বড়কৈবর্তখালী গ্রামের মিলবাড়ি বাজার থেকে গরু চোর সন্দেহে ৩ ব্যক্তিকে এলাকাবাসী আটক করেছে।
শনিবার গভীর রাতে মিলবাড়ি বাজার এলাকার এক বাড়িতে গরু চুরির প্রস্তুতিকালে তাদের ধাওয়া দিয়ে এলাকাবাসী আটক করে রাতেই পুলিশে সোর্পদ করে বলে স্থানীয়রা দাবি করে জানান।
পুলিশের দেয়া তথ্য মতে আটককৃতরা হলো- নলছিটি থানার কান্দিপুর গ্রামের মৃত ফেরদাউস সরদারের ছেলে তুষার সরদার (২০), বাখেরগঞ্জ থানার ছড়ারি গ্রামের জাকির হাওলাদারের ছেলে বাদশা হাওরাদার (২৫), মুলাদি থানার নন্দির বাজার গ্রামের মনির সরদারের ছেলে সম্বাট সরদার (১৯)।
রাজাপুর থানার ওসির তদন্ত আবুল কালাম আজাদ জানান, গরু চুরির প্রস্তুতিকালে গরু চোর সন্দেহে তাদের এলাকাবাসী ধরে পুলিশে সোর্পদ করেছে। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে, আটকৃতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। পরে তাদের আদালতে প্রেরন করা হবে।