নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মাইনুল হোসেন খান নিখিলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এফবিসিসিআইয়ের পরিচালক রাশেদুল হোসেন চৌধুরী রনি। গতকাল রাতে নিখিলের রাজনৈতিক কার্যালয়ে এ অভিনন্দন জানান মোফাজ্জল হোসেন চৌধুরীর কনিষ্ঠ পূত্র রনি চৌধুরী। রনি চৌধুরী বলেন, মানবতার নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা তিনি যোগ্য নেতাকেই যুবলীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেছেন। ত্যাগী এ নেতাকে দায়িত্ব দেয়ায় ভবিষ্যতে যুবলীগ আরো এগিয়ে যাবে বলে মন্তব্য করেন ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচিত তরুন পরিচালক রনি। তিনি আরো বলেন, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে মাইনুল হোসেন খান নিখিল মতলব উত্তর তথা পুরো চাঁদপুরের সম্মান বাড়িয়ে দিয়েছেন। প্রসঙ্গতঃ নিখিল মতলব উত্তর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।