নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মাইনুল হোসেন খান নিখিলকে অভিনন্দন জানিয়েছেন মরহুম আতাউর রহমান সিআইপি মানব সেবা সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মাঝি স্বাক্ষরিত এক বিবৃতি এ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতি বলা হল, যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে মাইনুল হোসেন খান নিখিল মতলব উত্তর তথা পুরো চাঁদপুরের সম্মান বাড়িয়ে দিয়েছেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাপান প্রবাসী জহিরুল ইসলাম ঝন্টু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা তিনি যোগ্য নেতাকেই যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। এ প্রসঙ্গে জাপান প্রবাসী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি আল আমিন প্রধান সাংবাদিকদের বলেন, মাইনুল হোসেন খান নিখিল সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আমরা মানব সেবা সংগঠনের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করে দোয়া করি এবং শেখ হাসিনার দীর্ঘীয়ু কামনা করা হল। প্রসঙ্গতঃ নিখিল মতলব উত্তর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।