মুতাছিন বিল্লাহ, জীবননগর চুয়াডঙ্গাঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার যাদবপুর যুব সমাজের আয়োজনে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫শে সেপ্টেম্বর) বিকালে দত্তননগর কৃষি ফার্মের মাঠে খায়রুল একাদশের সাথে সামাদ একাদশের খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত আবদুল কুদ্দুস। যাদবপুর যুব সমাজের আয়োজনে মোস্তফা কামাল উজ্জ্বল সভাপতিত্বে প্রীতি ফুটবল খেলায় উপস্থিত ছিলেন আবদুস সামাদ,খায়রুল ইসলাম,আবুল কালাম, মান্নান, জালাল মাষ্টার, ফরিদুর, মুতাছিন বিল্লাহ সহ গ্রামের ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন। খেলা দেখতে কয়েক শত দর্শক সমাগম ঘটে। খেলায় সামাদ একাদশকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে। খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন চান মোহাম্মদ বাবুল।