রাজগঞ্জ (যশোর) প্রতিনিধি: যশোর পুলেরহাট টু রাজগঞ্জ মেন সড়কের রোহিতা কোদলাপাড়া ঝাওতলা থেকে কদমতলা পলাশী কলেজ মোড় এছাড়া অন্যান্য জায়গার ট্রাক্টর ইট ভাটার মাটি বহন করাই রাস্তার বেহাল অবস্থা সাধারণ জনগণের ভোগান্তি সড়ক দুর্ঘটনার কবলে পথচারী রাস্তা পরিষ্কার করা জরুরি৷
যে কোনও সময় বড় দুর্ঘটনায় পড়ছে পথচারীরা, হালকা বৃষ্টিতে রাস্তায় এ সকল যানবাহন থেকে পড়া মাটি থেকে তা কাদায় পরিণত হয়ে যন ও যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ৷
অবৈধ এসব যানবাহনের বিরুদ্ধে জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করছে এলাকা বাসী।