তপু রায়হান রাব্বি, ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক বৃক্ষপ্রেমিক আকবর আলী আহসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক তপু রায়হান রাব্বি, সাংবাদিক হুমায়ুন কবির মুকুল (সাপ্তাহিক ফুলপুর), মোঃ নাজিম উদ্দিন (যুগান্তর),
নুরুল আমীন (সংবাদ), বিল্লাল হোসাইন (ভোরের ডাক), গোলাম মোস্তফা (কালের কন্ঠ), নাফিউল্লাহ্ সৈকত (যায়যায়দিন), এমএ মোতালেব সরকার (আমাদের অর্থনীতি), তোফাজ্জল হোসেন (অবজাভার),
মিজানুর রহমান আকন্দ (গণকন্ঠ), মোখছেদুল হক দুলাল (আলোকিত বাংলাদেশ), তপু রায়হান রাব্বি (দেশের খবর), সেলিম রানা (গণমুক্তি), আকবর আলী হাবিব (সময়ের আলো), উজ্জল চৌধুরী (সুবর্ণ বাংলা), বাহার উদ্দিন (সময় সংবাদ), সিএনজি থ্রি হুইলার মালিক ও শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন প্রমুখ।