তপু , ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ ৮ ডিসেম্বর রোজ রবিবার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । মিছিলটি জেলা সদরে প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবুল বাশার আকন্দ, উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান লিটন, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, তারাকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সালাম তালুকদার, যুবদলের যুগ্ম আহবায়ক এস.এম আমিনুল ইসলামসহ বিএনপি, যুবদল,ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।