তপু , ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার যে সমস্ত উপজেলায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন এখন পর্যন্ত অনুষ্ঠিত হয় নাই। তা পরবর্তী সিদ্ধান্ত গ্রহন না করা পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে এক সংবাদের মাধ্যমে জানা যায়। গত বুধবার রাত ১০টায় কেন্দ্রীয় আওয়ামীলীগের দায়িত্বশীল কর্মকর্তার পক্ষ থেকে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক’কে বিষয়টি অবহিত করা হয়েছে । ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের দায়িত্বশীল নেতা জানান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সম্মেলন শেষ না হওয়ার পূর্বে ময়মনসিংহ জেলার কোন উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে না। উল্লেখ্য নান্দাইল উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২রা ডিসেম্বর/১৯ইং হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় নির্দেশনার কারনে এই সম্মেলন স্থগিত থাকবে। নান্দাইল উপজেলা আওয়ামীলীগের দায়িত্বশীল একাধিক নেতা জানান, কেন্দ্রীয় আওয়ামীলীগের পক্ষ থেকে সম্মেলন স্থগিত করায় ২রা ডিসেম্বর নান্দাইলে সম্মেলন হবেনা। কেন্দ্রীয় আওয়ামীলীগের পক্ষ থেকে পরবর্তী সময়ে যেভাবে নির্দেশনা আসবে সে মোতাবেক সম্মেলন অনুষ্ঠিত হবে।