নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের মোহরায় ওয়াসা প্রজেক্টের পাইপ লাইনের পানির স্রোতে নাঈম উদ্দিন নামের এক যুবক নিহত হয়েছে। ২৮ (নভেম্বর) বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় নাঈম এবং তার কয়েকজন প্রতিবেশী মিলে মাছ ধরার জন্য যায় হালদা নদীতে, মাছ ধরার সময় নাঈম হঠাৎ পানির স্রোতে পড়ে ওয়াসার পাইপ লাইনের ভিতরে ঢুকিয়ে পড়লে সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উল্লেখ্য নাঈম উদ্দিন চট্টগ্রাম মোহরা ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রভাবশালী প্রবীণ নেতা আলহাজ্ব শেখ আহমদ মেম্বারের ছোট ভাই মোঃ ছৈয়দ এর ছেলে।