নিজস্ব প্রতিনিধিঃ প্রায় দীর্ঘ ১৪ দিন পর চট্রগ্রাম মোহরার ছেলে সোলায়মান বাদশার লাশ দেশে আসছে আগামী ৫ সেপ্টম্বর শনিবার। গত ২৩ আগষ্ট ২০ ইং কাতার শাহানিয়াতে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যবরণ করেন চট্রগ্রাম উত্তর মোহরা কছিম মাঝির বাড়ী নিবাসী আবদুস ছবুর এর একমাত্র সন্তান প্রবাসী সোলায়মান বাদশা। তার এই আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্রগ্রাম মোহরার সামাজিক সংঘটন “আমরা মোহরাবাসী” তার নিজ এলাকায় চলছে এখন চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে তার পিতামাতা এখন প্রায় পাগলের মতো। পারিবারিক সূত্রে জানা যায় আগামী ৫ই সেপ্টেম্বর শনিবার বাদ এ জোহর উত্তর মোহরা তাজ মাঝির মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। তার মাতা একমাত্র পুত্র সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।