পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঘুষ কেলেঙ্কারির দায়ে শিক্ষা অফিসার বরখাস্ত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভিবিন্ন অনুসন্ধানে যানা জায় পটুয়াখালীর দশমিনা উপজেলার তৎকালীন সহকারী শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মু. জাহিদ হোসেনের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হওয়ায় সামায়িকভাবে বরখাস্ত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত একটি আদেশে জাহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়-সহকারী শিক্ষা অফিসার মু. জাহিদ হোসেন পটুয়াখালীর দশমিনা উপজেলায় কর্মরত থাকাকালীন শিক্ষকদের বাকেয়া বেতন বিল হতে অবৈধ অর্থ আদায় এবং স্লিপ ফান্ডের বরাদ্দ থেকে অর্থ আদায়, প্রধান শিক্ষক চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে অর্থ গ্রহণের অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯ ধারার (১) উপধারা অনুযায়ী জাহিদ কে সাময়িক সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়।