মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সেক্রেটারী ও দরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল আজিজ মাস্টার কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল সত্তর বছর।
মঙ্গলবার সকালে দরগ্রাম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মাঠে তার নামাজে জানাযা শেষে উপজেলার কুষ্টিয়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
জানা যায়, প্রবীণ এই আওয়ামী লীগ নেতা কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে গত সোমবার দুপুরে ঢাকা কিডনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াসত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসন্তান ও এক কন্যাসন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।