মানিকগঞ্জ প্রতিনিধি: গতকাল মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২০ ইং বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক মানিকগঞ্জ জেলার সদর উপজেলার পৌর বাজার ও রাজিবপুর এলাকায় বাজার অভিযান পরিচালিত হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ, এম আর পি বিহীন ও অবৈধ কসমেটিকস বিক্রয় করার অপরাধে এবং অগ্নি নিরাপত্তা সরঞ্জাম বিহীন গ্যাস সিলিন্ডার বিক্রয় ও রাস্তার পাশে সংরক্ষণ করার অপরাধে তিনটি প্রতিষ্ঠান কে জরিমানা ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়েছে। আলুর দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা বাজারে মনিটরিং করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ।