মানিকগঞ্জ প্রতিনিধি: অরণ্য ছেড়ে মানিকগঞ্জের সিংগাইরে ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিল মেছো বাঘ। আর সেই মেছো বাঘের হামলায় দুই ব্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, জৈল্ল্যা গ্রামের মৃত জয়নাল মেম্বারের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েছিল মেছো বাঘটি। সোমবার বিকালে শ্রমিকরা ওই ঘর ভাঙ্গার সময় বাঘটি দেখতে পেয়ে লোকজন ও থানা-পুলিশকে খবর দেয়। মুহুর্তেই এই খবর ছড়িয়ে পড়লে গ্রামের শত শত মানুষ এসে ওই বাড়িতে জড়ো হন।
পরে পুলিশ ও এলাকাবাসী একটি মেছো বাঘকে পাকড়াও করার সময় হামলার শিকার হন আয়ুব আলী (৪৪) ও আব্দুর রহিম (৪৫) নামের দুই ব্যক্তি। হামলায় দুইজন আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেয়া হয়।
পুলিশ জানায়, বাঘটিকে লোকজন বস্তায় ভরে থানায় নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে। দম আটকে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে আমরা মনে করছি।