গর্জন ডেস্কঃ এগিয়ে আসুন গত ২১/৯/২০২০ ইং সোমবার ১২ টার দিকে ৩ নং দিঘির পার পুর্ব ইউনিয়নের মানিক পুর গ্রামের পাশে মেইন রোডে হঠাৎ পশ্চিম দিক থেকে আশা পাথর বুজাই একটি হাইড্রলিক্স ট্রাকের সামনে লন্তির মাটি গ্রামের মাহতাব উদ্দিনের ছোট মেয়ে। রোড পার হওয়ার সময় ট্রাকের সামনে পড়ে যায় ড্রাইভার প্রাণপন চেষ্টা করেও মেয়েটাকে বাঁচানোর জন্য কিন্তু কপালের দুর্গতি মেয়েটার একটি পা সামনের চাকায় পিষ্ট হয়ে চিন ভিন্ন হয়ে যায়। সাথে সাথে আশ পাশের লোকজন এসে ট্রাকের ড্রাইভার সহ মিলে মেয়েটাকে এম্বুল্যান্স করে সিলেট উসমানী মেডিকেল নেওয়া হয় সেখানে চিকিৎসা সম্ভব নয়। বলে মেয়েটাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পেরন করা হয়। বর্তমানে এই গরীভ বাবার মেয়েটা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে মেয়েটার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন, মেয়েটার বাবা দিন মজুর মাহতাব উদ্দিনের পক্ষে চিকিৎসার টাকা জুগানো সম্ভব হচ্ছে না। তাই আসুন আমরা দেশ এবং দেশের বাহিরের সকল ভাই বন্ধু মিলে সাহায্যের জন্য এগিয়ে আসি সাহায্য করতে সরাসরি মেয়ের বাবার মোবাইল নং ও বিকাশ পারছনাল 01759665875,