সাইফুল ইসলাম রদ্র, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে সাবেক রেল সড়কের পাশে এক ডোবা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার(২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মহিষাশুড়া ইউনিয়নের আটপাইকা ঈদগাহ্ধসঢ়; বাজার সংলগ্ন থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। মাধবদী থানার ওসি তদন্ত তানভির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন দুপুর ১২ টার দিকে ওই এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে ৭/৮ দিন পূর্বে মরদেহটি গুম করার জন্য এ ডোবায় ফেলে দেয়া হয়েছে।