কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট নবারুন সংঘের আয়োজনে শুক্রবার বিকালে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ৭ম খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইব্রেকারে ৩-১ গোলে যশোর ফুটবল একাদশ তালা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করেন। নবারুন সংঘের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কালিয়ারই এস বিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, প্রভাষক বাহারুল ইসলাম, ডাঃ প্রদিপ্ত চৌধুরী, আবুল কালাম, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান প্রমুখ।