ভোলা প্রতিনিধি: তজুমদ্দিন দক্ষিণ শম্ভুপুর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে নিরব পন্ডিত কে সমর্থ করছে দক্ষিণ শম্ভুপুর সর্বস্তরের জনগণ। নুরনবী চৌধুরী শাওন এর একমাত্র আস্থাভাজন ও আদর্শ সৈনিক সফল সংগ্রামী। শম্ভুপুর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন, নয় বছর ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করে আচ্ছেন দীর্ঘ সাত বছর। বর্তমান নতুন কমিটিতে দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের, একান্ত স্নেহ ভাজন। রাজপথের সাহসী যোদ্ধা ও দুঃসময়ের সাহসী সারর্থী সবার প্রিয় যুব সমাজের অহংকার। নিরব পণ্ডিতকে যুবলীগের সভাপতি দেখতে চাই বলে জানান যুব সমাজের নেতাকর্মীবৃন্দ। যুব আন্দোলনের মাধ্যমে একটি শান্তি পরিবেশ সৃষ্টি নায়ক। তজুমদ্দিন উপজেলার সফল চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল এর সকল নীতিমালা কাঠামো লক্ষ্য করে কাজ যাচ্ছেন। যুবসমাজকে ভালোবাসার শিকলে বেঁধে, রেখে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ করেন। বাংলাদেশ সরকারের সকল নীতিমালা মেনে কাজ করে যাচ্ছেন, বলে জানান যুবসমাজের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী। যুব সমাজের প্রত্যাশা নিরব পণ্ডিতকে দেখতে চাই দক্ষিণ শম্ভুপুর ইউনিয়নের সভাপতি আমরা সবাই আশাবাদী। সর্বস্তরের জনগণের দাবি নিরব পন্ডিত কি দেওয়া হবে সভাপতি।