বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাবুল বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্টির সামগ্রিক পরিবর্তনের উপরই সমাজের উন্নয়ন নির্ভর করে।
তাই সমাজের অসহায়-দুস্থদের কল্যাণে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে, তাহলেই সমাজের পরিবর্তন সম্ভব। সমাজের সার্বিক উন্নতি করে দেশকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তাই আমাদের সকলেরও উচিত সমাজের উন্নয়নে ভূমিকা রাখা। তিনি বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ বোয়ালখালী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে উপজেলার গোমদন্ডী ফুলতল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি এম.ইউছুপ রেজা।
প্রধান অতিথি ছিলেন, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ রেজাউল করিম বাবুল।
সংগঠনের পৌরসভা শাখার সাধারণ সম্পাদক এম.তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগনেতা দেলোওয়ার হোসেন, আফতাব চৌধুরী, হারুনুর রশীদ, সাইদুল হক শিমুল, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ফারুক, এম.হাসান রেজা, মো.রবিউল হোসেন, নাজিম উদ্দিন, মুনছুর আলম মাসুদ, পৌরসভা ছাত্রলীগনেতা আজাদ হোসেন মহিদ, সিয়াম আহমদ রায়হান প্রমুখ।