চাটমোহর প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহর উপজেলার মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার ও চাটমোহর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও প্রবীণ রাজনীতিবিদ চাটমোহর পৌর মহল্লার বাসিন্দা মোজাম্মেল হক ময়েজ (৮৭)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ সোমবার ১৯ শে নভেম্বর সকাল সাড়ে ১০টার সময় চাটমোহর ঐতিহাসিক বালুচর খেলার মাঠে পুলিশের একটি চৌকশ দল মরহুম মোজাম্মেল হক ময়েজের মরদেহ কে গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার ও থানার ওসি সেখ নাসীর উদ্দিন ছালাম গ্রহন করেন। এ সময় বিহগলে করুন শুর ভেসে উঠে। গার্ড অব অনার দেওয়ার পরে মরহুমের কফিনে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে,উপজেলা আওয়ামীলীগের পক্ষে,কৃষক লীগের পক্ষ থেকে ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগ সহ সকল অঙ্গসংগঠন সহ সকল নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলের বেদি দেওয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত থেকে স্বাগত বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ হামিদ মাস্টার,উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,পৌর সভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন, প্রফেসর আঃ মান্নান, মুক্তিযোদ্ধা এস এম মোজাহারল হক, মাহবুবুল এলাহী বিশু,এস এম নজরুল ইসলাম সহ প্রমুখ। আরো উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ এর পাবনা জেলা সভাপতি আ. স. ম আব্দুর রহিম পাকন,মুক্তিযোদ্ধা আঃ মজিদ ডাঃ, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, চাটমোহর রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক কে এম বেলাল হোসেন স্বপন, চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, সালাউদ্দিন ফিরোজ,তোফাজ্জল হোসেন বাবু,এম এ জিন্নাহ, শামিম হাসান মিলন, অধ্যক্ষ আঃ রহিম কালু,সাইদুল ইসলাম পলাশ,আঃ মান্নান মোন্নাফ উপস্হিত ছিলেন। পরে বালুচর খেলার মাঠে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্হানীয় কবরস্থানে দাফন করা হয়।