গর্জন ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় একজন বীর মুক্তিযোদ্ধার ছবি ভাসছে। তাহলো খুলনার বীর মুক্তিযোদ্ধা অশোক দাশ ফুটপাতে বসে পুরনো জুতো বিক্রি করেন। স্বাধীনতার ৫০ বছরেও সনদ-ভাতা কিছুই তিনি পাননি । ১৯৭১ সনে বনগাঁতে ট্রেনিং করে অনেকগুলো সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন। তিনি যুদ্ধ করেছেন ৮ নম্বর সেক্টরে ক্যাপ্টেন আর এন মুখার্জির সঙ্গে। কিন্তু স্বাধীনতার ৫০ বছরে তিনি কোনো সম্মাননা দূরে থাক, মুক্তিযুদ্ধের সনদ পর্যন্ত পাননি একাত্তরের এই বীর মুক্তিযোদ্ধা।
এক সময় তিনি ঠিকাদারি ব্যবসা করতেন। প্রভাবশালীরা তাঁর ব্যবসা সহ নানাকিছু দখল করে নিয়েছে । ভাগ্যের ফেরে পড়ে এখন খুলনার চিত্রালী বাজার খালিশপুরে ইউনিয়ন মাঠের বিপরীতে ফুটপাতে বসে পুরাতন জুতা স্যান্ডেল বিক্রি করে। নিজের রোজগারে কোনোমতে বেঁচে আছেন । দিনের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে পুরাতন জুতা স্যান্ডেল কেনেন। সন্ধ্যায় সেগুলো ফুটপাতে বসে বিক্রি করেন।
দুটি ছেলে সন্তান ছিলো। তারা মারা গেছেন মেয়েদের বিয়ে দিয়েছেন। স্ত্রী একটা স্কুলে ছোট চাকরি করেন। তার আয়ে সংসার চলে না। তাই সংসার চালাতে বেঁচে থাকতে ফুটপাতে পুরনো জুতো বিক্রি করেন একাত্তরের বীর এই মুক্তিযোদ্ধা। এ ব্যাপারে গণমাধ্যম কর্মীরা তাকে প্রশ্ন করলে তিনি কেঁদে ফেলেন এবং কথা বলতে অপারগতা প্রকাশ করেন।