আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নির্বাচনে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে জো-বাইডেন পেয়েছেন ২২৪ ইলেকটোরাল ভোট। তিনি এগিয়ে আছেন ৩টি রাজ্যে। সেগুলোতে ইলেকটোরাল ভোট আছে২১টি। তিনটিতে জিতলে মোট হবে ২৪৫ ভোট। তার দরকার ২৭০। পিছিয়ে থাকবেন ২৫ভোটে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন-২১৩ টি ইলেকটোরাল ভোট। তিনি এগিয়ে আছেন-৬টি রাজ্যে- সেখানে মোট ইলেকটোরাল ভোট আছে-৮০টি। ২১৩+৮০=২৯৩ হয়। দরকার ২৭০। বাইডেনকে জয়ী হতে হলে জর্জিয়ার-১৬ ও নর্থক্যারোলিনার-১৫। এই দুটিতে জয়ী হতেই হবে। জর্জিয়ায় ট্রাম্প-৫০.৭-বাইডেন ৪৮.২ অর্থাৎ সামান্য ব্যবধানে ট্রাম্প এগিয়ে। মাত্র ৭% ভোট গণনা বাকি। নর্থক্যারোলিনায় ট্রাম্প-৫০.১ পেয়ে এগিয়ে। এখানে বাইডেন পেয়েছেন ৪৮.৭% ভোট। অর্থাৎ ট্রাম্প সামান্য বেশি আছেন। এখানে গণনা বাকী-৬% ভোট। এই দুটির একটিতে যদি ট্রাম্প জিতে যায়। তাহলে ট্রাম্প আবার প্রেসিডেন্ট হবে। দীর্ঘ সময় এই দুটির ফলাফল প্রকাশ বন্ধ রয়েছে।