সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০১৯’ এর ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলকারী মোঃ রেজাউল ইসলাম নিলয় (পিতা-মোঃ ছাইফুল ইসলাম) ও মেহেরিন আক্তার (পিতা-মোঃ বিল্লাল হোসেন) কে পুরস্কৃত করা হয়।
বাংলাদেশ পুলিশ প্রতিবছর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের এই পুরস্কার প্রদান করলেও বর্তমানে করোনাকালীন সময়ে সংশ্লিষ্ট ইউনিট ভিত্তিক আলাদাভাবে এই পুরস্কার প্রদান করা হয়।