অলিউল্লাহ ইমরান, বরগুনাঃ বরগুনার আমতলীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ সদস্যরা মানব পাচারকারী চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে। রবিবার সকালে আকটকৃতকে আমতলী থানায় হস্তান্তর করা হলে দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। র্যাব সূত্রে জানাগেছে, শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা বরগুনার আমতলী উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে উপজেলার গুলিশাখালী গ্রামের মৃত সুন্দর আলী চৌকিদারের পুত্র মোঃ সোহরাব চৌকিদার (৫০) নামে মানব পাচারকারী চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত উক্ত চক্রের সদস্য বলে স্বীকার করেন। এভাবে প্রতারণা করে তারা লোকজনকে সর্বস্বান্ত করে আসছিল। আকটকৃত মানব পাচারকারীকে আজ (রবিবার) সকালে আমতলী থানায় হস্তান্তর করলে দুপুরে তাকে আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো ঞয়। র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার) মোঃ রবিউল ইসলাম বলেন, মানব পাচারকারী চক্র মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের বেকার যুবকদের টার্গেট করে মোটা অংকের বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে ভূয়া ভিসায় লোকজনকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার করেন। তিনি আরো বলেন, সম্প্রতিকালে মানব পাচারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর গভীর নজরদারী রাখা এবং প্রাপ্ত তথ্য উপাত্তের উপর ভিত্তি করে মানব পাচার চক্রের অন্যান্য সক্রিয় সদস্যদের গ্রেপ্তারে র্যাব-৮ এর তৎপরতা অব্যাহত রয়েছে।