বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দরে মদনপুর এলাকায় ইপিলিয়ন গার্মেন্টসে চাকুরী দেয়ার কথা বলে এক যুবতীকে ধর্ষনের ঘটনায় অজ্ঞাতনামা আসামি তথা বাদশাকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গত ১০ফেব্রুয়ারি হতে প্রায় ৭২ঘন্টার ব্যাপক অভিযানের পর
আজ (১৩ ফেব্রুয়ারী) শনিবার সকালে তাকে রূপগঞ্জের ডহরগাঁ এলাকা হতে গ্রেফতার করে পুলিশ।
ধৃত বাদশা ওরফে সোহাগ সুদুর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার মৃত মোঃমতিন মিয়ার ছেলে। সে বর্তমানে রূপগঞ্জের ডহরগাঁ এলাকায় বসবাস করে আসছে। ধৃতকে শনিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, যুবতীটি গত ৯ফেব্রুয়ারি বন্দরের মদনপুরস্থ ইপিলিয়ন গার্মেন্টসে চাকুরী খোঁজার উদ্দেশ্যে আসেন। এসময় অভিযুক্ত বাদশা নিজেকে ঐ গার্মেন্টসের কর্মচারী দাবি করে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ঐ এলাকার একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে যুবতী বন্দর থানায় অজ্ঞাত আসামি করে মামলা রুজু করলে পুলিশ ঐ এলাকার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করলে ভুক্তভোগী আসামিকে চিহ্নিত করতে সক্ষম হন। পরে পুলিশ বন্দর,রুপগঞ্জসহ আশপাশের এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।