বদরখালী প্রতিনিধি: বদরখালী ফেরীঘাটস্থ স্লুইচ গেইটের উত্তর পাশে মসজিদের পশ্চিমে লবণ মিল ঘরের লাগোয়া স’মিলে সেগুন গাছের স্তুপ এর খবর গতকাল ৩ ফেব্রুয়ারি যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর মহেশখালী লেইনজার এর নির্দেশে শাপলাপুর বিট কর্মকর্তা রাজিব ইব্রেহীম বিপুল পরিমান সেগুন গাছ জবদ্ধ করেছে।
জানা যায় প্রতিরাতে মহেশখালী থেকে মহেশখালীর কিছু স্থানীয় বনদস্যুদের সহযোগিতায় বাগানের সেগুন গাছ ফিশিং বোর্ট নির্মাণের কাছে আনা হচ্ছে।সেগুন গাছ জবদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন শাপলাপুর বিট কর্মকর্তা রাজিব ইব্রেহীম।
তিনি জানান সেগুন গাছ বদরখালীর স’মিলে জবদ্ধ করার পর স্থানীয় কয়েকজন গাছ ব্যবসায়ীর জিম্মায় দিয়ে এসেছি।