দুপচাঁচিয়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় র্যাবের অভিযানে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ফারুক হোসেন(৪০) ও মিজানুর রহমান( ৩০) নামের দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে র্যাব-১২ বগুড়া, জেলার দুপচাঁচিয়া উপজেলা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ০২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলাধীন পোড়াপাড়া গ্রামের মৃত- জালাল উদ্দীনের ছেলে ফারুর হোসেন(৪০) এবং একই উপজেলার পোঁওতা এলাকার শহিদুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩০)।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার দুপচাঁচিয়ার বাসস্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেন ও মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১ টি সচল বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ২টি মোবাইল ও ৪ টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান,বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।