ইমদাদুল হক, আশুলিয়া প্রতিবেদকঃ ঢাকার সাভারের বুক চিরে বয়ে যাওয়া বংশী নদীর সাভার নামাবাজার ব্রিজের পশ্চিম পাড়ে বংশীর শাখা নদীর জায়গা বালু দিয়ে ভরাট করছে সাভারের এক প্রভাবশালী। সরেজমিনে রবিবার (১ ডিসেম্বর) বংশী নদীর পশ্চিম পাড়ে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোর্ডনগরে গিয়ে ঘটনার সত্যতাও পাওয়া যায়। বংশীর একটি প্রশাখা ধামরাইয়ের দিকে কুল্লা ইউনিয়নের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। সাভার নামাবাজার ব্রিজের ডানে কিছুদূরেই দখলের স্থান। নদীর পাড়ের বিশাল জায়গা বালু দিয়ে ভরাট করা হয়েছে।বালু ভরাটে সংশ্লিষ্ট কাউকে সেখানে গিয়ে পাওয়া যায়নি। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বদিউজ্জামান বদি নামের সাভারের এক প্রভাবশালী এই নদীর জায়গা বালু দিয়ে ভরাট করছে। ২০০০ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারিকৃত এক আদেশে বলা আছে,প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়, জনগণের আশ্রয়স্থল রক্ষা ও অগ্নিনির্বাপণে সহায়তা করতেও কোনো অবস্থায় খাল-বিল, পুকুর-নালাসহ প্রাকৃতিক জলাশয় ভরাট করা যাবে না এবং এর গতিপথও পরিবর্তন করা যাবে না। এই আদেশের কোন তোয়াক্কা না করেই বংশী নদীর জায়গা বালু দিয়ে ভরাট করা হচ্ছে কেবলমাত্র ব্যক্তি স্বার্থে। আর নদীর সীমানা থেকে ৩০০ ফুট পর্যন্ত জায়গা নদীর এ বিষয়টি আইনে স্পষ্ট উল্লেখ থাকলেও তা মানা হয়নি। বালু ভরাটের ব্যাপারে বদিউজ্জামান বদির মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এ ব্যপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক এর মুঠোফোনে বিষয়টি জানালে তিনি বলেন, বিষয়টি জানলাম এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হবে।