তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর পৌরসভা কর্তৃক নির্মিতব্য সদর ফুলপুর ইউনিয়নের ফতেপুর মৌজায় ডাম্পিং ষ্টেশনের (ময়লা ফেলার স্থান) সার্বিক বিষয়েই সরেজমিনে পরিদর্শন করেন আজ ২৯শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ঘটিকায় মাননীয় ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান। এসময় সাথে ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ-জোহরা, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূইয়া সহ এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসন মহোদয় হালুয়াঘাটের উদ্দেশ্যে রওনা হন। উল্লেখ্য, ফুলপুর পৌরসভার ময়লা ফেলার জন্য সদর ফুলপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের সাড়ে ৬ একর জমি অধিগ্রহণ করার জন্য প্রায় এক বছর আগে জেলা প্রশাসক বরাবর প্রস্তাবনা পাঠান। এ বিষয়ে জমির মালিকগণের মতামত জানতে চেয়ে ময়মনসিংহ জেলা অধিগ্রহণ শাখা থেকে নোটিশ দেন। পরে জমির মালিকগণ গত ৮ জানুয়ারি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানটি কৃষি জমি, গণবসতিপূর্ণ এলাকা ও উল্লেখ করে পরিবেশ রক্ষার্থে অধিগ্রহণে না দেয়ার মতামত দেন।আরোও জানা যায়, অধিগ্রহণ তৎপরতার প্রতিবাদে কয়েক বারি জমি অধিগ্রহণের প্রতিবাদে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে ফতেপুর গ্রামের খেজুর গাছ তোলা নামক স্থানে রাস্তার মাঝে দাঁড়িয়ে কয়েক ঘন্টা মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী।